দীর্ঘ ১৭ বছর পর কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে বিশেষ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) কুষ্টিয়া শহরতলী বটতল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশা মানুষে জনসমুদ্রে পরিণত হয়।
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
কর্মী সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য তৌহিদুল ইসলাম আলম, অ্যাড. গোলাম মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য আব্দুল মাজেদ, ইসমাইল হোসেন মুরাদ প্রমুখ।
কর্মিসভায় জনগণের উদ্দেশে জাকির হোসেন সরকার বলেন, গঠনতন্ত্রের আলোকে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে দল পুনর্গঠন হতে যাচ্ছে। বিগত সরকারের আমলে আমরা এমনভাবে সমবেত হতে পারিনি। আমরা দলকে এগিয়ে নেয়ার জন্য এক আছি এক থাকব। আওয়ামী সরকারের আমলে বিএনপির আন্দোলনে যারা সক্রিয় ছিল, ১৭ বছর যারা হামলা-মামলা নির্যাতন সহ্য করে আমাদের সাথে ছিল, আমরা তাদের চিনি জানি, আমরা ওয়াদা করছি যে, তাদের নিয়েই কমিটি গঠন করব।
এ সময় প্রধান বক্তার বক্তব্যে কুতুব উদ্দিন আহমেদ বলেন, গত ৫ আগস্টের আগে দেশে গণতন্ত্র ছিল না, জনগণের ভোটাধিকার ছিল না, কিন্তু স্বৈরশাসন ছিল, ৫ আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছে দেশের জনগণ।
প্রধান অতিথি, সোহরাব উদ্দিন বলেন, দলের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
টিএইচ